রাজধানীতে ‘অল টারবো কার শো’ অনুষ্ঠিত

 

শনিবার রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হলো ‘অল টারবো কার শো ২০১৯’।  প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে সংগীত শিল্পী তাহসান খান উপস্থিত ছিলেন।

ইভো এবং এসটিআই ওনার্স ক্লাব বাংলাদেশের উদ্যোগে এই রেসিং কার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে

বিএমডব্লিউ, ল্যাম্বোরঘিনি, ফেরারি, পোরশে, ক্যামেরো, ইভোটেন, জাগোয়ার, রেঞ্জরোভার, মার্সেডিজসহ নানা ব্র্যান্ডের গাড়ি সাজানো ছিল।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এটি খুবই ভালো একটি উদ্যোগ। রাস্তার সেফটি নিয়ে, সিগন্যাল ও ট্রাফিক আইন মানা নিয়ে আমাদের সচেতনতামূলক ক্যাম্পেইন করতে হবে। আর গুলশান, মিরপুর, উত্তরার কিছু রাস্তায় সপ্তাহে ছুটির দিনে কমিউনিটি বেস করে তোমাদের জন্য রোড ফ্রি করে দেওয়া হবে । কিছু সময়ের জন্য অন্য গাড়ি সেদিন চলবে না।’

অনুষ্ঠানে গায়ক ও অভিনেতা তাহসান খান বলেন, ‘এই ধরনের শোতে এসে বেশ ভালো লাগছে। গান শোনার পাশাপাশি গাড়ি ড্রাইভ করা, লং ড্রাইভে যেতে অন্য সবার মত আমিও পছন্দ করি। তবে আইন মেনে সুন্দরভাবে গাড়ি চালাতে হবে আমাদের।’

ফাউন্ডার ফয়সাল মৃত্তিক বলেন, ‘রাস্তার নিয়ম মেনে সকলে নিরাপদে ড্রাইভ করবে এটাই চাওয়া আমাদের। এই ধরনের গাড়ি বাংলাদেশে যারা ইমপোর্ট করছে এবং আমাদের শোতে বিশ্বাস ইমপোর্টার ও কো-ফাউন্ডার সজীব আহমেদ হাসানকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। এছাড়া যারা এই ক্লাবের সদস্য আছেন সকলের সহযোগিতায় এই শোটি আজ করা সম্ভব হয়েছে। দেশের বাইরের মত দেশেও আমরা এই ধরনের বড় শো’র আয়োজন করতে চাই এবং রোড সেফটি নিয়ে স্পোর্টস কারের বিষয়ে আপডেট, মেইনটেইন্সসহ নানা বিষয় শেয়ার করতে চাই।’

অনুষ্ঠান শেষে মেয়র আতিকুল ইসলাম, সংগীতশিল্পী তাহসান খান, ফাউন্ডার ফয়সাল মৃত্তিক, কো-ফাউন্ডার সজীব আহমেদ হাসানসহ আরও অনেকের উপস্থিতিতে প্রাইড রেসার ফর বাংলাদেশ ক্যাটাগরিতে অভিক আনোয়ারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি ফাউন্ডার ফয়সাল মৃত্তিক, কো-ফাউন্ডার হাসান আহমেদ সজিবসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাহসিন রহিম, অনজি আহলান গাজিকে অ্যাওয়ার্ড প্রদান করেন।