যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হল ২৫ বাংলাদেশি

২৫ বাংলাদেশিকে বিতাড়িত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০ নভেম্বর, বুধবার রাত ৩ টায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে একটি বিমানে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের।

২৫ বাংলাদেশি ছাড়াও বিমানটিতে ছিলেন আরো ১৪৫ জন ভারতীয় এবং শ্রীলঙ্কান নাগরিক, যাদের সবাইকেই বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র।

ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, হযরত শাহজালাল বিমান বন্দরে বাংলাদেশিদের নামানোর পর নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি।

ওয়েজ আর্নারস ওয়েলফেয়ার বোর্ডের সহকারী পরিচালক তানভীর হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ২৫ বাংলাদেশিকে অবতরনের সাথে সাথেই প্রবাসী কল্যান ডেস্কে নিয়ে যাওয়া হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম জানান, এসব বাংলাদেশিদের প্রত্যেকেই দালালদের হাতে ৩৫ লক্ষ করে টাকা দিয়েছিলেন, তবু অবৈধ হওয়ার দায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জেল খেটেছেন তারা। তিনি আরো বলেন, ‘সঠিক কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করা এখন আর নিরাপদ নয়।’
তিনি সংবাদ মাধ্যমকে আরো বলেন, ইউরোপ এবং আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের এভাবেই ফেরত পাঠানো হবে। তিনি উল্লেখ করেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্র যেতে চান তাদের জন্য এই ঘটনা একটি বড় উদাহরণ।
প্রসঙ্গত, অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ে এখনো জেল খাটছেন শতাধিক বাংলাদেশি নাগরিক।