সম্প্রতি যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে যমুনা ব্যাংক ও সার্কেল ফিনটেকের মধ্যে ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রদানের লক্ষ্যে একটি চুক্তি সই হয়। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ ও সার্কেল ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ান-উল করিম আনসারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সম্পাদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ফজলে কাইয়ুম ও একেএম আতিকুর রহমান, এডিসি ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান আব্দুস সোবহান প্রমুখ।