সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে এবার মিয়ানমার ছাড়ছেন মন জাতিগোষ্ঠীর মানুষ। তারা থাইল্যান্ডে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন বলে দ্য বর্ডার কনসোর্টিয়াম নামের এনজিও জানিয়েছে। থাইল্যান্ডের সরকারও মনদের দু’টি ক্যাম্পে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করেছে।
সম্প্রতি কিছুদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে নিউ মন স্টেট পার্টির যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ চলছে। গত রবিবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
গত সপ্তাহ থেকে মন জাতিগোষ্ঠীর পরিবার পালাতে শুরু করে বলে এনজিওটি জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, থাইল্যান্ডের তাও তান ক্যাম্পে ৭০০ ও সোংকালিয়া ক্যাম্পে ১৭০ জন আশ্রয় নিয়েছেন। আরো অনেকে রাবার বাগান এলাকায় লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: মিয়ানমার টাইমস