জেরুসালেমের আত-তুর শহরের দুইজন কোমলমতি শিশু ইউসুফ ও ইব্রাহিম আবু গান্নাম পুরো কুরআন হিফজ করেছে।
তাদের আশা, কুরআনে হিফজ করার মাধ্যমে কিয়ামতের দিন তাদের বাবা-মা দু’জনকে নূরের টুপি পরাবে। তারা দেড় বছরেই পুরো কুরআন মুখস্ত করে ফেলে।
ছোট্ট শিশু ইউসুফ আবু-গান্নাম আল জাজিরাকে বলে- সে তার ভাই ইব্রাহিমের সাথে আট বছর বয়সে কুরআন শিখতে শুরু করে।
ইউসুফ ও ইব্রাহিম জেরুসালেমের দক্ষিণ-পূর্ব দিকে সুর বাহের শহরে অবস্থিত মারকাযু যাইদ ইবনে সাবিত লি তাহফিজুল কুরআনিল কারীমে পড়াশোনায় যোগদান দেয়। তাদের বাবা মাজদী আবু গান্নাম আল-জাজিরাকে বলেন-তিনি প্রতিদিন তাদেরকে মারকাযে নিয়ে যেত, সব সময় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন।
তিনি আরো বলেন- তার নিজের ইচ্ছা ছিল পরিপূর্ণ কুরআন মুখস্ত করার, কিন্তু তা সম্ভব হয়নি। তাই তিনি প্রতিজ্ঞা করলেন- নিজ সন্তানদেরকে পরিপূর্ণ হাফেজে কুরআন বানাবে।
ঐ দুই শিশুর মা ‘লিনা আবু গান্নাম’ তার ছেলেদের প্রতিভা বিকাশ করতে শুরু করে। সে তাদের ছেলে ইব্রাহিমের কুরআনের পৃষ্ঠা এবং আয়াত মুখস্থ করার প্রতিভা লক্ষ্য করল। তার মা বলে- ইব্রাহিমের পঠিত স্থান থেকে যে কোনো আয়াত জিজ্ঞাসা করলে, সে ঐ আয়াত নম্বরসহ নির্দ্বিধায় বলে দিতে পারে। সূত্র: আল জাজিরা