ভোলায় জেলা প্রশাসকের কাছে শিক্ষকদের স্মারকলিপি

 

ইভান তালুকদার:

উচ্চ মাধ্যমিক কলেজে সহকারি অধ্যাপক পদ বহালসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের কাছে শিক্ষকদের স্মারকলিপি প্রদান। বিগত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর সংশোধনী কমিটির ভার্চুয়াল সভায় কিছু খসড়া সিদ্ধান্তে শিক্ষকরা মর্মাহত। যেমন উচ্চ মাধ্যমিক কলেজের প্রভাষকদের জন্য সহকারি অধ্যাপক পদ বিলুপ্ত করা, যোগ্যতা থাকা সত্ত্বেও অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে প্রভাষকদের আবেদনের সুযোগ না দেয়া।

এই বৈষম্য তৈরি যাতে না হয় সে লক্ষ্যে জেলা প্রশাসক জনাব মাসুদ আলম সিদ্দিকের কাছে স্মারক লিপি জমা দেন শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদ, ভোলা জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মাকছুদুর রহমান সম্বনয়কারী শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ভোলা, অধ্যক্ষ হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাযাহারুল ইসলাম, সদর উপজেলা বাগশিষ সভাপতি মোঃ হারুন অর রশিদ, বাগশিষ নেতা সহকারি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

তারা মনে করেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে সহকারি অধ্যাপক পদ বিলুপ্ত করা হলে শিক্ষকদের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাবে। মেধাবী শিক্ষকরা পদোন্নতি না পেলে কখনোই উচ্চ মাধ্যমিক কলেজে শিক্ষকতা করতে আসতে চাইবে না। উক্ত খসড়ার আরো একটি বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক কলেজের সহকারি অধ্যাপকগন নিজস্ব কলেজের অধ্যক্ষের শূন্য পদে আবেদন আবেদন করতে পারবে না।

শিক্ষকরা মনে করেন পূর্বের ন্যায় কলেজ শিক্ষকদের সার্বিক মানউন্নয়নে প্রভাষকদের ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডে পলায়ন এবং ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদের উপাধ্যক্ষ ও ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদের অধ্যক্ষ পদে আবেদনের সুযোগ রাখা একান্ত প্রয়োজন। শিক্ষকরা আরো মনে করেন একমাত্র জাতীরকরন পারে সকল বৈষম্যের অবসান ঘটাতে।