অতি বৃষ্টিতে কেনিয়ায় ভূমিধসে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
দেশটির পশ্চিমাঞ্চলীয় পকোট কাউন্টিতে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সাত শিশুসহ অন্তত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে দুটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এতে ভূমিধস হয়েছে।
তারা আরও জানান, বন্যায় রাস্তাঘাটের সঙ্গে সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে গ্রামবাসীর। ভেসে গেছে একটি সেতু।
স্থানীয় কর্মকর্তা জোয়েল বুলার জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছ। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সড়কে গাছ, কাদামাটি ও অন্যান্য জিনিসের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।