ভিডিও কলে মা–বাবার সঙ্গে কথা, কাঁদলেন শাহরুখপুত্র

মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আগামী কয়েক দিনের জন্য থাকতে হবে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। বৃহস্পতিবার আরিয়ানের জামিন না হওয়ায় ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। এত দিন মা–বাবার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। এবার ১০ মিনিটের জন্য মা-বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলার অনুমতি পান আরিয়ান। ভিডিও কলে মায়ের সামনে ঝরঝর করে কেঁদে ফেলেন গৌরীপুত্র।

করোনার কারণে কড়া বিধিনিষেধ। তাই জেলবন্দী কয়েদিরা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে পারবেন না। মাসে দুই থেকে তিনবার ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ছাড়া ছেলের খাবার খরচের জন্য গৌরী খান চার হাজার পাঁচ শ রুপি পাঠিয়েছেন বলেও ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন করেছে।

জেলে অন্য কয়েদিদের মতোই থাকতে হবে আরিয়ানকে। সাধারণ খাবার খুব একটা ভালো লাগেনি শাহরুখপুত্রের। শোনা গেছে, শুধু বিস্কুট খেয়েই থাকছেন কিং খানের ছেলে। ২০ অক্টোবর পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হচ্ছে। কারণ, আরিয়ানের জামিন শুনানি স্থগিত করা হয়েছে। পুনরায় শুনানি শুরু হবে ২০ অক্টোবর বুধবার।

২ অক্টোবর মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) আটক করে আরিয়ান খানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর মাদক–কাণ্ডে গ্রেপ্তার করা হয় শাহরুখপুত্রকে। এ পর্যন্ত এই ইস্যুতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।