গাজীপুর মহানগরীর পূবাইলে ‘বড়ভাই’ সম্বোধন করে সালাম না দেওয়ায় এক কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত কিশোরের নাম রাকিবুল হাসান শ্রাবণ (১৬)।
শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পূবাইল মেট্রোপলিটন থানার মাজুখানে এ ঘটনা ঘটে।
আহত কিশোর ওই এলাকার বুলবুল আহমেদের ছেলে।
এ ঘটনা বিষয়ে শনিবার রাতে আহত রাকিবের বাবা বাদী হয়ে কিশোর গ্যাংলিডার সায়েমকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
ঘটনা ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে রাকিবুল হাসান শ্রাবণ। তার সহপাঠী সায়েম তাকে ‘বড়ভাই’ সম্বোধন করে সালাম দিতে বলে প্রায়ই। সিনিয়র বড়ভাই সম্বোধন না করায় তাদের মাঝে বাকবিতণ্ডা হতো মাঝেমধ্যে। এরই জেরে রাকিবকে চরমভাবে শিক্ষা দিতে ইংরেজি নববর্ষের প্রথম দিনকে বেছে নেওয়া হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে ওই দিন সন্ধ্যায় তার দলবলসহ আতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে রেললাইনের ওপর রাকিবকে রেখে পালিয়ে যায়।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম।
তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।