ব্লেন্ডারে চাল গুড়া: বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

পিঠা তৈরির জন্য ব্লেন্ডার দিয়ে চাল গুড়ো করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম আসমা বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (৭)। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আধঘণ্টার ব্যবধানে তারা মারা যান।

মানিকগঞ্জের গিলন্ড এলাকায় ইব্রাহিম মিয়া জানান, শনিবার সন্ধ্যার পর বাসায় তার স্ত্রী আসমা বেগম (৫০) ব্লেন্ডার দিয়ে পিঠা তৈরির জন্য চাল গুড়ো করছিলেন। ঘরে নবম শ্রেণি পড়ুয়া ছেলে আরিফ জামা-কাপড় ইস্ত্রি করছিল। আর খাটের ওপর বসে ছিল সুমাইয়া। এসময় হঠাৎ বিকট শব্দে ব্লেন্ডারটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। এতে মা, মেয়ে ও ছেলে অগ্নিদগ্ধ হয়।

আহতদের দ্রুত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করে।

আসমা বেগমের শরীরের ৯০ ভাগ, সুমাইয়ার শরীরের ৮০ ভাগ এবং আরিফের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। বুধবার ভোরে সুমাইয়া মারা যাওয়ার ঠিক আধ ঘণ্টা পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা আসমা বেগম।

বুধবার বিকালে মা-মেয়ের মরদেহ ঢাকা থেকে গিলন্ড আনা হলে সেখানে নেমে আসে শোকের ছায়া। সন্ধ্যার আগে গিলন্ড কবরস্থানের তাদের দাফন করা হয়।