বিয়ের রাতেই তালাক দিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কিন্তু কেন তিনি এমনটা করলেন? সেটি রহস্যই রেখে দিলেন। ‘তালাক তালুকদার’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এতে তিনি জুটি বেঁধেছেন আখম হাসানের সঙ্গে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন সায়কা আহমেদ, জুয়েল হাসান, তানভীর হাসান, দীপা, প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন আরিফুর রহমান নিয়াজ।
খুব শিগগিরই নাটকটি প্রচারে আসবে।