বিশ্বের সর্ববৃহৎ ‘ওয়েব সামিট’ সম্মেলন পর্তুগালে

পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে প্রযুক্তি জগতের শীর্ষ প্ল্যাটফর্ম ‘ওয়েব সামিট’-এর শীর্ষ সম্মেলন। রাজধানী লিসবনে অ্যালটিস অ্যারেনায় ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

ইন্টারনেট প্রযুক্তি শীর্ষক এই সম্মেলনটির মাধ্যমে প্রযুক্তি বিশ্বকে এক কাতারে নিয়ে আসতে ২০০৯ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। প্যাডি কসগ্রেভ, ডেভিড কেলি এবং ডায়ার হিকি ওয়েব সামিট নামে এই প্ল্যাটফর্মটি তৈরি করেন। এরপর থেকে প্রতি বছর প্রযুক্তি দুনিয়ার বৈশ্বিক এই সম্মেলনটি বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

সারা বিশ্বের প্রায় ৫০০ প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্ভাবকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে নিত্যনতুন উদ্ভাবনের জন্য প্রযুক্তি বাজারে বিনিয়োগের জন্য স্টার্টআপের প্রতিযোগিতাও চলে।

আয়ারল্যান্ডের ডাবলিনে টানা পাঁচ বছর এই সম্মেলন চলার পর ২০১৫ ওয়েব সামিটের সহপ্রতিষ্ঠাতা ও সিইও প্যাডি কসগ্রেভ লিসবনে পরের সম্মেলন আয়োজন করার ঘোষণা দেন। গত দুই বছরের মতো এবারও লিসবনে বসেছে প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এই মহামিলনমেলা।

এবারের আয়োজনে ১৭০টি দেশের প্রায় ৭০ হাজার প্রতিযোগী সম্মেলনে অংশ নিয়েছেন। ভিন্ন ভিন্ন ২৪টি স্টেজে এক হাজার ২০০ এর বেশি প্রযুক্তিবিদ তাদের বক্তব্য তুলে ধরেন। রাজনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট সিকিউরিটি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ নানা বিষয়ে কথা বলেন অতিথিরা।

ওয়েব সামিটের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন, ‘ফ্রিডম অব প্রেস ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা অ্যাডওয়ার্ড স্নোডেন। এছাড়াও অংশ নেন ব্রাজিলিয়ান দুই ফুটবল তারকা রোনালদো, রোনালদিনহো, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রমুখ।

ওয়েব সামিটের এবারের আয়োজনে অংশ নিয়েছে বিশ্বের এক হাজারের বেশি গণমাধ্যমের প্রায় আড়াই হাজারের বেশি গণমাধ্যমকর্মী।