ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনের বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাকিয়া সুলতানা পান্নাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা উত্তর সিটির সংরক্ষিত আসন-১৭ (ওয়ার্ড নম্বর ৪৯, ৫০ ও ৫১) থেকে কাউন্সিলর প্রার্থী জাকিয়া সুলতানা পান্নাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।