‘১০০ টাকার নিচে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই’ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দেয়া এ বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়ায় এবং পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান শনিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, ‘বাণিজ্যমন্ত্রী‘ ১০০ টাকার নিচে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই’ মর্মে যে মন্তব্য করেছেন তাতে গোটা দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। তার এ ধরনের মন্তব্যে দেশবাসী বিস্মিত ও মর্মাহত। দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্য ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়-দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করার আহ্বান করছি।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলম স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, ‘দেশে যখন পেঁয়াজের বিরাট ঘাটতি ও সংকট চলছে তখন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এ ধরনের দায়-দায়িত্বহীন মন্তব্য পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য অসৎ ব্যবসায়ীদের উসকানি দানের শামিল। তার এ মন্তব্যের কারণে পেঁয়াজের দাম যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।
পেঁয়াজের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ ধরনের দায়িত্বহীন উসকানিমূলক বক্তব্য তিনি কীভাবে দিতে পারলেন তা আমাদের বোধগম্য নয়। সরকারের হাতে পেঁয়াজের কী পরিমাণ মজুত আছে তা বাণিজ্যমন্ত্রীর অজানা থাকার কথা নয়। তাহলে সরকার আগেই বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে পর্যাপ্ত মজুত গড়ে তোলেনি কেন? সরকার যদি আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতো তাহলে পেঁয়াজের মূল্য এভাবে বৃদ্ধি পেত না।’