বাংলা ট্রিবিউনের সাব এডিটর মনসুর আলীর মরদেহ উদ্ধার

মনসুর আলীবাংলা ট্রিবিউনের সাব এডিটর মনসুর আলীর (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, সন্ধ্যায় সাড়া না পেয়ে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। মনসুর আলীর আকস্মিক মৃত্যুতে বাংলা ট্রিবিউন পরিবার শোকাহত।

বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সম্পাদক জুলফিকার রাসেল গভীর শোক প্রকাশ করেছেন।