বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কটন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভ্যালে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, আইবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।