সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দুস্থ ও শীতার্ত জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে ব্যাংক এশিয়া। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের পরিচালক এনাম চৌধুরী। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।