পাঁচ কোম্পানির লেনদেন চালু বৃহস্পতিবার

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি শেয়ার লেনদেনে ফিরবে আগামীকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর)। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো হলো : ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, সিলভা ফার্মা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), গোল্ডেন সন এবং এটলাস বাংলাদেশ লিমিটেড।

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি পাঁচটির শেয়ার লেনদেন আজ (১ ডিসেম্বর) বন্ধ রয়েছে। আর রেকর্ড ডেটের পর আগামীকাল কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।