পঞ্চগড় সদর উপজেলার আমতলা এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকজনের সবাই ইজিবাইকের চালক ও যাত্রী। তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের ছয় যাত্রী নিহত হন। এর মধ্যে ইজিবাইকের চালকও রয়েছেন। নিহত লোকজনের মধ্য তিনজন নারী ও তিনজন পুরুষ।
দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। ইজিবাইকটি দুমড়েমুচড়ে বাসের ভেতরে ঢুকে আছে। মৃতদেহগুলো টেনে বের করা হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে পাঠান। সেখানে একজনের মৃত্যু হয়। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজে যোগ দেন। বেলা তিনটায় এ প্রতিবেদন লেখার সময় পাঁচটি লাশ ঘটনাস্থলেই ছিল।
পঞ্চগড়ের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পাঁচটি লাশ উদ্ধার করেছি।’
দুর্ঘটনার পর পঞ্চগড়ের পুলিশ সুপারে মোহাম্মদ ইউসুফ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ ঘটনাস্থলে পৌঁছান।