নৌকা ভ্রমণের নামে অসামাজিক কার্যকলাপ, আটক ১২

অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ যুবতী ও ৭ যুবককে আটক করে পুলিশ।

নৌকা ভ্রমণের নামে অসামাজিক কার্যকলাপের অপরাধে নাটোরের সিংড়ায় ১২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে গুড়নদীর ডাকবাংলো এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে তাদের আটক করা হয়।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গুড়নদীর ডাকবাংলো এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫ যুবতীসহ ৭ যুবককে আটক করা হয়।

ওসি আরো বলেন, বর্ষা মৌসুমে চলন বিলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন এলাকার মেয়েরা এসে টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপ করে। আর এর পেছনে এক শ্রেণির চক্র কাজ করছে। সেই চক্রকে ধরতে পুলিশ কাজ করছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।