সন্তানের ইচ্ছের জন্যে বাবারা যেকোন কিছু করতে পারেন। যুক্তরাষ্ট্রের এক বাবা সম্প্রতি অভিনব
উপায়ে শান্ত করছেন সন্তানকে। মা বাড়িতে ছিলেন না, অন্যদিকে বাচ্চার খিদে লেগেছে। বাবা ফিডার থেকে দুধ খাওয়ানোর চেষ্টা
করলেও শিশুটি ফিডারে খাচ্ছিল না। আর কোন উপায় না পেয়ে বাবা নেমে পড়লেন মায়ের ভূমিকায় অভিনয়ে। ফিডারটি এমনভাবে
টি-শার্টের ভেতরে ঢুকিয়ে বাচ্চাকে দিলেন যে বাচ্চা তা বুকের দুধ মনে করে খাওয়া শুরু করল। শিশুটিকে শান্ত করার জন্য বাবার
উদ্যোগের ভিডিওটি সম্প্রতি পোস্ট করা হয়েছে টুইটারে। আট সেকেন্ডের সেই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৪৮ লক্ষ টুইটার ইউজার।
সেই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘মা বাড়ি নেই। এ দিকে বোতলে ও কিছুতেই দুধ খাবে না। তাই এই উপায়।’