প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। এ কথা আবারও প্রমাণ করলেন ৬১ বছর বয়সী এক বৃদ্ধা। তাইতো রীতিমতো প্রেম করে নাতির ২৪ বছর বয়সী বন্ধুকে বিয়ে করলেন তিনি। জর্জিয়ার রোম শহরে ঘটেছে এমন ঘটনা।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, রোম শহরের ওই বৃদ্ধার নাম শেরিল ম্যাকগ্রেগর। আর তার নাতির বন্ধু হলেন-কোরান ম্যাককেইন। চলতি বছরের ৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। সেই বিয়ের অনুষ্ঠান তাদের হাজার হাজার টিকটক অনুসারী লাইভে দেখেন।
জানা গেছে, শেরিলের নাতির একটি খাবারের দোকান আছে। সেই দোকানেই কাজ করতেন কোরান। ২০১২ সালে কোরানের বয়স যখন মাত্র ১৫ বছর তখন শেরিলের সঙ্গে ওই দোকানেই পরিচয় হয় তার। সেই যোগাযোগ প্রাথমিকভাবে গড়ে উঠলেও এক সময় তা বন্ধ হয়ে যায়। ফের ২০২০ সালে অনলাইনে তাদের মধ্যে গড়ে ওঠে যোগাযোগ। তখন থেকে নিয়মিত যোগাযোগ হয় তাদের। শেষে একদিন একটি ক্যাফেতে হঠাৎ আংটি নিয়ে শেরিলকে বিয়ের প্রস্তাব দেন কোরান।
কোরান বলেন, ‘শেরিল খুবই নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও ইমোশনাল। সেই কারণেই উনাকে আমার ভালো লাগে। আমি যখন উনাকে বিয়ের প্রস্তাব দিই, তখন উনি অবাক হয়েছিলেন। ’
বিয়ে প্রসঙ্গে শেরিল বলেন, ‘রাস্তায় বেশিরভাগ মানুষ আমার স্বামীকে আমার নাতি বলে মনে করে। এটা ভালো লাগে না।’
উল্লেখ্য, একলা মায়ের দায়িত্ব পালন করেছেন শেরিল। তার সাত সন্তান রয়েছে। সবাই মায়ের এই সম্পর্ককে মেনে নিয়েছেন।