নাগরিকত্ব সংশোধনী বিল, 2019 (CAA) নিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ৷
তিনি বলেন, আমার বাবা-মা বাংলাদেশ থেকে এখানে এসেছিল ৷ তাহলে আমি কীভাবে ভোটে জিতে MP হয়ে গেলাম ? নরেন্দ্র মোদি তোর বাবা দিয়েছিল আমায় নাগরিকত্ব ? অমিত শাহ তোর বাবা দিয়েছিল নাগরিকত্ব?”
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দলীয় সভা থেকে মোদি-শাহকে এভাবেই আক্রমণ করেন তিনি ৷