নরসিংদীর শিবপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

নরসিংদী প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে একটি পুকুরের পাড় থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১১ অক্টোবর সকালে উপজেলার ঘাগটিয়া নামাপাড়ার মান্নান হাজীর পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পুকুরপাড়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে দুপুরে শিবপুর মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, নিহত যুবকের শরীরের একাধিকস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ পুকুরপাড়ে ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছে না। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টার পাশাপাশি কি কারণে তাকে হত্যা করা হল, তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।