একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, অন্য ধর্মের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো, অংশগ্রহণ করা, সহযোগিতা করার অর্থ হলো আপনি আপনার ইসলাম ধর্মের পাশাপাশি তাদের বিশ্বাসটাকেও সঠিক মনে করছেন বা তাদের বিশ্বাসকে স্বীকৃতি দিচ্ছেন।
আর যদি মনে করেন এতটুকু করাটা শুধুই ভদ্রতা তাহলে জেনে রাখুন ধর্ম যার যার উৎসবও তার তার। এটি একেবারেই ইসলামের বেসিক প্রিন্সিপাল এর মধ্যে পড়ে।
ইসলাম কে পাশ কাটিয়ে শুভেচ্ছা বিনিময় করে নিজেকে অনেক স্মার্ট প্রমান করার কোনো সুযোগ নেই, ইসলামে এ ব্যপারে স্পষ্ট ধারণা দেয়া আছে,
“বলো, “কাফিরেরা শোনো! তোমরা যা উপাসনা করো, আমি তা করি না। আর আমি যা উপাসনা করি, তোমরা তার উপাসক নও। তোমরা যা উপাসনা করছ, আমি কখনই তা করবো না। আর আমি যা উপাসনা করি, তোমরা তার উপাসক নও। তোমাদের ধর্ম তোমাদেরই থাকুক, আমার ধর্ম আমার।”
[সুরাহ্ -কাফিরুন]
আল্লাহ আমাদের সঠিক আক্বীদার বুঝ দিক।
সুজানা জাফর এক্ষেত্রে একটি হাদিসের উল্লেখ করেছেন।
রাসূল সাঃ বলেছেন, “শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে এবং কিছু লোক মূর্তিপূজারীদের সাথে মিশে যাবে।” ইবনু মাজাহ, আস-সুনান: ৩৯৫২