ধর্মীয় বিশ্বাসের নামে সন্ত্রাসবাদের বিচার চাইলেন মিম

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মন্দিরেও হামলা চালানো হয়েছে। সর্বশেষ গত রোববার রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব নিয়ে দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ঝড় বইছে নেটদুনিয়াতেও।

এবার এই ঘটনার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আরও একটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে “সংখ্যালঘু” বলে কোনো শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই “সংখ্যাগরিষ্ঠ” হোক।’

মিমের এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই। এ নিয়ে কথা বলায় তারা ধন্যবাদ জানিয়েছেন মিমকে।