প্রধান অতিথির বক্তব্যে মীর নাজিম উদ্দিন আহমেদ
‘দেশের প্রায় দুই কোটি লোক এখন বীমার আওতায়’

বীমা শিল্পের উন্নয়ন ও ব্যবসা প্রসারের লক্ষ্য নিয়ে বিভাগীয় অফিসের শাখা প্রধানদের নিয়ে সভা করেছে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। আজ সোমবার সকালে বিভাগীয় শহর খুলনার হোটেল সিটি-ইন এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক এবং খুলনা শাখা প্রধান মো. আকবর হোসেন, যশোর শাখা প্রধান মো. হাসানুজ্জামান, বরিশাল শাখা অফিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  মো. আবদুল আজিজ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর শাখা প্রধান মো. জামাল উদ্দিন কানু প্রমুখ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ বলেন, বীমা শিল্পের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। যার ধারাবাহিকতায় খুলনাতে বিভাগীয় বীমা মেলা হয়েছে। বীমা শিল্পের গতিশীলতা বৃদ্ধিতে এই মেলা মাইলফলক হয়ে থাকবে। দু’দিন ব্যাপী র‌্যালী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলে বাড়ছে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সম্পৃক্ততা। সরকার ও নিয়ন্ত্রন সংস্থার এই অব্যাহত চেষ্টাকে আমাদের কাজে লাগাতে হবে। দেশের মানুষের জীবন এবং প্রতিষ্ঠানের ঝুঁকি মোকাবেলায় প্রতিনিয়ত বীমা শিল্পের উপর আস্থাশীল হচ্ছেন, এটি অনুধাবণ করে দক্ষতার সাথে কাজ করে যেতে হবে।

মানুষের আস্থা ফেরাতে কোম্পানিগুলোকে বীমা দাবি নিষ্পত্তিতে বেশি জোর দেয়া হচ্ছে জানিয়ে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আরো বলেন, বর্তমানে প্রায় দুই কোটি লোক বীমার আওতায় রয়েছে। ২০১৮ সালে জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানিগুলো মোট ছয় হাজার ৬১১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ওই সময় নতুন করে এক কোটি লোক বীমার আওতায় এসেছে। তাই আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে মীর নাজিম উদ্দিন আহমেদ বলেন,  বীমা খাতে প্রিমিয়াম আয় বাড়াতে নতুন পণ্য আনার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষর প্রতিটি নির্দেশ যথাযথ পালন করতে হবে। কোনভাবেই আইন লংঘন করে ব্যবসা করা যাবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই গ্রাহক ও সকল প্রতিষ্ঠানকে যথাযথ সেবা দেওয়ার মধ্যদিয়ে সফলতা অর্জন করতে চায়  নন-লাইফ প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানী।

এ সময় শাখা প্রধানরা ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা ও দাবী তুলে, সমাধানের জন্য প্রধান অতিথির সহায়তা কামনা করেন। এবং প্রতিষ্ঠানের ব্যবসা প্রচার ও প্রসারের আশাব্যক্ত করেন।