‘শুরু হবে দেশের দীর্ঘতম সেতুর কাজ’

বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই সেতু দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালকে যুক্ত করতে নির্মিত করা হবে। এই সেতুর সম্ভাব্যতা যাচাই কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে।

ঢাকার বনানীর সেতু ভবনে মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের একথা বলেন।

বাংলাদেশে এখন দীর্ঘতম সড়ক সেতু যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতু। এটির দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর কাজ শেষ হলে তা হবে দীর্ঘতম সেতু। তবে বরিশাল-ভোলা সেতু নির্মিত হলে এটি পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ হবে। যদিও এতে পদ্মা সেতুর মতো রেল থাকবে না।

কাদের বলেন, ‘এই সেতুর দৈর্ঘ্য হবে আট কিলোমিটার। এটাই হবে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু। অলরেডি ফিজিবিলিটি টেস্ট শেষ হয়েছে। এখন ডিপিপি প্রণয়নের কাজ চলছে। ফান্ডিংয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। চায়না এই সেতুতে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে।’

বড় প্রকল্পগুলোতে বড় বড় দুর্নীতি হচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘উন্নয়ন অগ্রগতিতে সারা বিশ্বে বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা দৃশ্যমান কাজ বিএনপি দেখাতে পারবে না।’

‘তাদের (বিএনপি) আছে কথামালার চাতুরি। তাদের সরকার এই দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি। এখন শেখ হাসিনা সরকার করছে বলে এটা তাদের গায়ে জ্বালা, অন্তর্জ্বালা তারা সইতে পারছে না।’