ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যবসায়ে অনুষদে প্রাঙ্গণে ‘৫ম নন-ফিকশন বইমেলা ২০১৯’–এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বইমেলা উদ্বোধন করেন ঢাবির উপাচার্য মো. আখতারুজ্জামান।
বণিক বার্তা ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ আয়োজনে এ বইমেলায় পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলি রুবায়েত-উল ইসলাম ও আমন্ত্রিত অন্য অতিথিরা।