চারশত পরিবারের পাশে ‘রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ’

ইরফান হৃদয় : 

করোনা সংক্রমন সময়ে লকডাউনে থাকা রাজধানীর হতদরিদ্র চারশত পরিবারের পাশে দাড়াঁচ্ছে রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ। ইতোমধ্যে প্রতিদিন দু’শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে এই প্রতিষ্ঠানটি। দেশের সংকটময় পরিস্থিতিতে আগামী ১৫ দিন ক্ষতিগ্রস্থ অভাবি মানুষের পাশে দাড়াঁতে চায় তাঁরা।

 

করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ পুরো বিশ্ব সংকটময় পরিস্থিতিতে রয়েছে। যার ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশেও। বিশেষ করে রাজধানীসহ সারাদেশ লকডাউনে থাকায় হতদরিদ্র মানুষগুলো খাবার সংকটে ভুগছেন। এ অবস্থায় অনেক ধনাঢ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের গুটিয়ে রাখছেন। আবার কিছু মানুষ মানবতার জায়গা থেকে এগিয়ে আসছেন, সামনে থেকে লড়াই করে অসহায় প্রান্তিক মানুষের পাশে সাহায্যের হাত বাড়াচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে বিনামূল্য খাবার পৌছে দিচ্ছেন,  এক তরুন সমাজসেবক রাইসিং স্টারের সিইও আবির খান। তারুন্যের জয়গান গাওয়া ছেলেটি সকাল থেকে সন্ধ্যা অবধি ছুটছেন সাধ্যমতো খাবার নিয়ে, মানুষের ঘরে ঘরে। হাসিমুখে তুলে দিচ্ছেন খাদ্যসামগ্রী।

তাঁর সেবামূলক কাজের এক ফাঁকে কথা হয়। রাইসিং স্টারের সিইও আবির খান বলেন, রাজধানীসহ সারাদেশের কলকারখানাসহ সব প্রতিষ্ঠান বন্ধ, থমকে গেছে জীবনযাত্রা। সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের খেটে খাওয়া অসহায় গরীব জনগন। দিনমজুর থেকে শুরু করে অনেকেরই এখন চিন্তার ভাজঁ। এমন সংকটময় অবস্থায় অসহায়দের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে চ্যারিটি প্রতিষ্ঠান-রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ।

আবির আহমেদ খান জানান, দেশের অবস্থা বিবেচনা করে আগামী ১৫দিন তারা রিক্সাওয়ালাসহ দিনমজুরদের মাঝে ৫ কেজি করে চাল, এক কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল এবং ৪ টা করে ডিম বিতরন করবেন। তাদের ১০ জনের একটি ভলান্টিয়ার টিম প্রতিদিন রাস্তায় দাড়িয়ে থেকে দিনমজুরসহ রিক্সাওয়ালাদের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বিতরন করবেন। ব্যক্তিগত অর্থায়নে তাঁরা এ খাবারের ব্যবস্থা করছেন। সে ক্ষেত্রে সমাজের স্বচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে তাদের কার্যক্রম সামনের দিনগুলোতে অব্যাহত রাখা সম্ভব হবে। এ ব্যাপারে সকলের সহযোগীতা চেয়েছেন রাইসিং স্টার এর সিইও।

 

অপরদিকে, গতকাল আবির আহমেদ খান ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘‘আপনাদের দোয়ায় ২০০ পরিবারের খাবার বিতরন শেষ করতে পেরেছি। প্রতি পরিবারে ১টি করে ব্যাগ দিতে পেরেছি। সেক্টর ৩ এ এবং পাকুরিয়া বস্তিসহ আশেপাশের এলাকায় খাবার বিতরণ করা হয়েছে। আগামীতে ৪০০ পরিবারের এর আয়োজন করার ইচ্ছা আছে যদি আপনারা পাশে থাকেন। ”

রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ এর মুল অফিস উত্তরার তিন নম্বর সেক্টরে। প্রতিষ্ঠানটি দীর্ঘ ৬ বছর প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া উত্তরায় তাদের পরিচালিত একটি স্কুলও রয়েছে।

– সাহায্য পাঠাবার ঠিকানা:

বিকাশ:   ০১৬৮৫ ০৯৬ ৪০২
রকেট:  ০১৬৮৫ ০৯৬ ৪০২৬