নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনবিসি) করা মাদক মামলায় গ্রেফতার আরিয়ানের সাথে নাম জড়িয়েছে আরেক বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। তাদের হোয়াটস অ্যাপ সূত্রধরে এনসিবির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন এই উঠতি নায়িকা।
জানা গেছে, এনসিবির জিজ্ঞাসাবাদে মুখ খুলেছেন অনন্যা। ভারতীয় গণমাধ্যম দাবি করছে- জিজ্ঞাসাবাদে চাংকি পান্ডে-কন্যা জানিয়েছেন, কেবল সিগারেট নিয়ে কথা হয়েছিল, গাঁজা নয়। আর গাঁজা যে কোনো প্রকার মাদক, সে কথাই জানতাম না!
যদিও এনসিবির তাবি, নিয়মিতই বিভিন্ন মাদক নিয়ে আরিয়ানের সাথে কথা বলতেন অনন্যা। তবে অনন্যা তা অস্বীকার করে বলেন, নিছকই মজারছলে আলাপটি হয়েছিল এক বছর আগে। কোনো প্রকার অবৈধ মাদক আদানপ্রদান নিয়ে আমাদের আলাপ হয়নি।
আজ স্থানীয় সময় সকাল ১১টার এনসিবি ডেকে পাঠিয়েছিল অনন্যাকে। তিনি দুপুর ২টা নাগাদ এনসিবি-র দফতরে পৌঁছান। এনবিসির দাবি, হোয়াটসঅ্যাপে আরিয়ান খান চেয়েছিলেন নেশাজাতীয় কিছু দেয়া যাবে কি? অনন্য পাণ্ডেও জবাব দিয়েছিলেন ‘আই উইল রেইজ’, যার ভাবার্থ দাঁড়ায়, বিষয়টি দেখছি।