কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর গ্রিন রোডের একটি বাসায় সাদিয়া (১৭) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সাদিয়ার মৃত্যুর ঘটনার খবর পেয়ে রাত ১০ টা থেকে গ্রিন রোডের ১৬৮/৮ নম্বর ওই ভবনের সামনে অবস্থান নেয় গৃহকর্মীসহ স্থানীয়রা।

গৃহকর্মী সাদিয়ার মৃত্যুর ঘটনায় মুঘল হেরিটেজ নামের আবাসিক ভবনের সামনে অবস্থায় নেয় গৃহকর্মীসহ স্থানীয়রা। মঙ্গলবার
সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. বিপ্লব। তিনি জানিয়েছেন, সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা দাবি করছে।

সরেজমিনে দেখা যায়, রাত ১২ টার পরও বাসার সামনে কমপক্ষে ২০ থেকে ৩০ জন স্থানীয় বাসিন্দা অবস্থান করছিলেন। তবে ভবনে ঢোকার প্রধান ফটক ভেতর থেকে বন্ধ।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা মো. বিপ্লব বলেন, সাদিয়া ওই ভবনের পঞ্চম তলায় মির্জা আমের আলীর বাসায় গত তিন থেকে চার বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছে। গৃহকর্তা দাবি করেছেন, সাদিয়া সন্ধ্যার সময় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এসআই বিপ্লব আরও জানান, গৃহকর্তা মির্জা আমেরসহ তাঁর পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ রাত ৮ টার পর ঘটনাস্থলে আসে। তাঁরা সাদিয়ার লাশের সুরতহাল প্রস্তুত করছেন।

সাদিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জান্নাতুল মাওয়া নামের এক নারী বলেন, ‘সন্ধ্যায় সাদিয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশকে অনেক পরে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আসলেও কীভাবে সাদিয়ার মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমাদের কিছুই জানানো হচ্ছে না। বাসার প্রবেশপথে তালা দেওয়া হয়েছে।’