কাঠের আঘাতে ভাসুর নিহত

কক্সবাজার সদরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর কাঠের আঘাতে আবুল কাসেম (৪৭) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মনু বাজারের পাশ্ববর্তী বৈদ্যপাড়া নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত আবুল কাসেম ইউনিয়নের ইসলামপুর বাজারের মনু বাজারের পাশ্ববর্তী বৈদ্যপাড়া এলাকার সিদ্দিক আহমদের ছেলে।নিহত আবুল কাসেমের সৎ ভাই আব্দুর রহিম জানান, আবুল কাসেমের সঙ্গে ছোট ভাই আব্দুল আলিমের দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। প্রতিদিন তাদের মাঝে কোন না কোন ঘটনায় বাকবিতণ্ডা হতো। তারই ধারাবাহিকতায় সোমবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু-পক্ষ মুখোমুখি হলে একপক্ষ অপর পক্ষকে ধাওয়া করার চেষ্টা করে। এসময় আবদুল আলিমের স্ত্রী শাহেদা বেগম, সাগর, ভুট্টো, ছেনুয়ারা মিলে আবদুল আলিমের হয়ে কাসেমকে ধাওয়া করে। শাহেদা বেগম হাতে থাকা কাঠ নিয়ে কাশেমকে আঘাত করে। দৌঁড়ের ছুটে আঘাতটি মাথার অগ্রভাগে কানের পাশাপাশি স্থানে লাগলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যান কাসেম। পরে অন্য স্বজনরা কাসেমকে উদ্ধার করে ঈদগাঁহস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর নিয়ে জেনেছি ২০১৫ সাল হতেই পারিবারিক কলহ লেগে আছে। এমন হামলার ঘটনা প্রায় ঘটেছে। কিন্তু সোমবার রাতের ঘটনায় মৃত্যু হওয়া তা লাইমলাইটে এসেছে। নিহতের বাম কানের উপর একটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। অন্যরা পলাতক। তাদের ধরতে প্রচেষ্টা চলছে।