অর্থবাংলা : শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন কাজল আগারওয়াল। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরেই কাজলের বিয়ের খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সম্প্রতি ‘ফেড আপ উইথ দ্য স্টার তেলেগু’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাজল আগারওয়াল। যেখানে তিনি জানিয়েছেন, ‘হ্যা আমি শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছি।
স্বামীর মাঝে কোন কোন গুন দেখতে চান? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘অনেক কিছুই থাকা চাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাকে যত্মশীল ও আধ্যাত্মিক হতে হবে।
‘কিউ! হো গায়া না’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন কাজল আগারওয়াল। এরপর তিনি অভিনয় করেছেন ‘সিংহাম’, ‘স্পেশাল ২৬’ ও ‘দো লাফজো কি কাহানি’তে।