এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত সংবাদকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তাকে অবরুদ্ধ করেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছে।
চাকরিচ্যুত সাংবাদিকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা বেলা ৩টায় এসএটিভি কার্যালয়ে আসেন। পরে বিকাল ৪টায় ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে করেন। টানা ৫ ঘণ্টার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসএটিভির শতাধিক কর্মচারী বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
তারা জানান, সমস্যা সমাধানে মালিকের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা একাধিকবার আলোচনায় বসলেও কোনও সুরাহা না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।
এ সময় সাংবাদিক নেতারা তাদের ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।