দেশের বীমা শিল্পের সেরা ও সর্বাধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ এনআরবি ইসলামিক লাইফ এর মৌলভীবাজার জোনাল অফিস শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইতালি থেকে ভার্চুয়ালী যুক্ত হয়েছেন, মাননীয় চেয়ারম্যান জি এম কিবরিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান এম.মাহফুজুর রহমান। অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস চেয়ারম্যান হোসনে আরা বেগম ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ জামাল হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগ এর এসইভিপি মোঃ রুস্তুম আলী, জহিরুল ইসলাম, এম.আমিনুল ইসলাম চৌধুরী, মোঃ বেলায়েত হোসেন (মিলন), এইচ এম মিলন রাহমান, শরিফ মোঃ সহিদুল ইসলাম।
ইভিপি আবুল হোসেন এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জোনাল অফিস এর ইনচার্জ এসভিপি মোঃ মখলিছুর রহমানের পরিচালনায় আরোও উপস্থিতি ছিলেন, প্রধান কার্যালয়ের হেড অব আইটি এসইভিপি কাজী এস এম হানিফ এবং সংস্থাপন ও আইন বিভাগের প্রধান শাহিন আক্তার তুলি।
ডেলিগেট হিসেবে মৌলভীবাজার এর সকল স্থরের কর্মীগণ উপস্থিত ছিলেন। হোটেল ওয়েস্টার্ণ এর হল রুমে উক্ত অনুষ্ঠানে অতিথিগণকে এবং ভিআইপি গ্রাহকগণকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এর ফিতা কেটে মৌলভীবাজার জোনাল অফিস শুভ উদ্বোধন ঘোষণা করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।