আশুলিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় বাবা নুর মোহাম্মদকে (৭০) কুপিয়ে হত্যা করেছে ছেলে আজিজুল ইসলাম। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়ার ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ ভোররাতে নিজ বাড়িতে বাবা নুর মোহাম্মদকে কুপিয়ে গুরুতর আহত করে ছেলে আজিজুল। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। তবে কী কারণে ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাওসার হামিদ জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।