হলি আর্টিজান হামলায় সম্পৃক্ততা না পাওয়ায় আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজান মামলা থেকে খালাস পেয়েছেন। রায় ঘোষণার পর বুধবার দুপুরে আদালতে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলেন বড় মিজান।
তিনি বলেন, আল্লাহ আমাকে খালাস করেছেন। আমি অনেকবার বিচারককে বলেছি, ‘আমি সেই মিজান না। আমাকে বিনা দোষে এতদিন জেলে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘হলি আর্টিজান মামলায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে বড় মিজান নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান বলে শুনেছি। আমি সেই বড় মিজান না। নামের মিল থাকার কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে।’
হলি আর্টিজান হামলার ঘটনায় আটজনের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি। বুধবার আদালত সাতজনকে ফাঁসি এবং বড় মিজানকে বেকসুর খালাস দেন। রায় দেয়ার সময় আদালত বলেন, মিজানের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে আইন অনুযায়ী তাকে কারামুক্তি দেয়া হোক। রায় ঘোষণার পর মিজানকে বেশ উৎফুল দেখা যায়। তাকে কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যানে উঠানো হলে সেখানেও তাকে হাস্যোজ্বল দেখায়। তবে রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ক্ষোভ প্রকাশ করেন।
দণ্ডপ্রাপ্ত হাদিসুর রহমান বলেন, মিথ্যা ১৬৪ ধারার মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী বলেন, আমাদের মধ্যে যারা মারা যাবেন তারা বেহেশতে যাবেন। যিনি বেঁচে থাকবেন তিনি আমাদের প্রতিনিধি হয়ে থাকবেন।