টালিউড অভিনেত্রী নুসরাত জাহান আরেক অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিনে বিশেষ ইঙ্গিত দিয়েছেন। যার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তোলপাড়, তাকে নিয়ে নতুন ইঙ্গিতমূলক পোস্ট শেয়ার করে আবারও আলোচিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
রোববার ছিল যশের জন্মদিন। সেদিন যশকে নিয়ে ডিনার করেন নুসরাত। সে আয়োজনে কেকের ছবিতে যশকে স্বামী হিসেবে ইঙ্গিত দেন এ নায়িকা।
এর আগে গত ২৬ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত। তবে তার ছেলের বাবা কে তা নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়। পরে জানা গেছে নুসরাতের কথিত প্রেমিক যশই তার ছেলের বাবা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে যশের জন্মদিনের সেই কেকের ছবিতে দেখা যায়, কেকের ওপরের অংশে লেখা আছে ‘হাজব্যান্ড’ আর নিচের অংশে লেখা আছে ‘ড্যাড’। এই ইঙ্গিত থেকে এ কথা স্পষ্ট হয় যে, যশই নুসরাতের ছেলের বাবা।
এর আগে টাইমস অব ইন্ডিয়াতে দেওয়া একটি সাক্ষাৎকারে নুসরাত তার সন্তান নেওয়ার বিষয়ে বলেন, মানুষ নিশ্চিত তো যে, ইয়াশ বিবাহবহির্ভূত সন্তান? কোনো বিষয়ে কথা না বলার মানে এই নয় যে, মানুষের কথা সব সত্যি হবে বলেও বলেন তিনি।
নুসরাতের এ বক্তব্যে তিনি অনেকটাই ইঙ্গিত দিয়েছেন যে, যশের সঙ্গে তার বিয়ে হয়েছে।
প্রসঙ্গত এ বছরের শুরুতে টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশ করা হয়, নুসরাতের প্রথম স্বামী নিখিল জৈনের সঙ্গে সংসার ভালো না যাওয়ায় অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম সম্পৃক্ত হন তিনি।