আর্চারি ফেডারেশনকে ২ কোটি ৪১ লাখ টাকা দেবে সিটি গ্রুপ

 

‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে ২০১৯/২০ মৌসুমের জন্য ২ কোটি ৪১ লাখ টাকা দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। জানিয়েছেন প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তা। খেলোয়াড় আর ফেডারেশন কর্তারা বলছেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের এমন সহায়তা’ আরো ভালো ফলাফলে অনুপ্রাণিত করে তাদের।

আর্চারির সঙ্গে সিটি গ্রুপের পথচলা মাত্র দুই বছরের। স্পষ্ট করে বলতে ২০১৭ সালের ২৩ অক্টোবর, ‘তীর গো ফর গোল্ড প্রজেক্টের আওতায়। অথচ এই স্বল্প সময়ের মধ্যেই সিটি গ্রুপ আর দেশের আর্চারি মিশে গেছে অঙ্গাঙ্গীভাবে।

২০১৮/১৯ মৌসুমে ৮টি ইভেন্টি ১৫টি স্বর্ণসহ ৪২টি পদক জিতেছেন বাংলাদেশের আর্চার’রা। রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে টোকিও অলিম্পিকে। যা আরো বেশি স্বপ্নবাজ করছে ফেডারেশন কর্তাদের।

গেলো দুই বছরের ধারাবাহিকতায় ৩য় বছরের আর্চারির কার্যক্রম পরিচালনার জন্য সিটি গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হলো ২০১৯/২০ মৌসুমের বাজেট। যেখানে গেলো বছরের চেয়ে বরাদ্দের পরিমাণ বেড়েছে ২১ লক্ষ টাকা। ৬টি ইভেন্ট বাবদ খরচ করা হবে ৭২ লক্ষ টাকা।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দীন আহমেদ চপল বলেন, সুযোগ সুবিধার উন্নতি না হলে, তাদের পরিবেশগত উন্নতি না হলে তারা তো প্রাকটিস করতে পারবে না।

সিটি গ্রুপের মার্কেটিং এন্ড সেলস এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দীন সিদ্দিকী বলেন, আমরা মনে করেছি যে, আর্চারি ফেডারেশনের সঙ্গে জড়িত হতে পারলে নিজেদের গর্বিত মনে করবো। আমাদের এখানে বাণিজ্যিক সুবিধার চাইতে অনেক বেশি চাওয়া হচ্ছে বাংলাদেশের আর্চাররা একটা নবজাগরণের মাধ্যমে একটা উদাহরণ তৈরি করুক।