সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ভাই শেখ সুলতান বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শোকসভা ।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ভাই শেখ সুলতান বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে আবুধাবী জনতা ব্যাংক শাখা।
বুধবার রাজধানী আবুধাবিতে জনতা ব্যাংক কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএই জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ আমিরুল হাসান।
দোয়া মাহফিলে তকরির করেন মাওলানা মুহাম্মদ ইউসুফ মিয়া। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা।
শোক সভায় ব্যাংকের সিইও মুহাম্মদ আমিরুল হাসান ও ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ আবদুল হাই, শেখ সুলতান বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।