আইসিটি আইনে গ্রেফতার ইবি ছাত্রলীগ সম্পাদক

 

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করে কুষ্টিয়া সদর থানার গোয়েন্দা পুলিশ।

ইবি থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তার মামলা নম্বর ০২/০২-১১-২০১৯।

এসময় তিনি বলেন, শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।