‘কুলি’র আয় ২৫০ কোটি মুক্তির আগেই

১৫ আগস্ট মুক্তি পাবে ভারতের দুটি বড় চলচ্চিত্র।

১.একটি লোকেশ কানাগরাজের ‘কুলি’   

২.অন্যটি অয়ন মুখার্জির ‘ওয়ার ২’

দুটি সিনেমাই তারকাবহুল, আলোচিত। তাই বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

যদিও লড়াইয়ের আগেই এগিয়ে আছেন রজনীকান্ত। তার মাল্টিস্টারার ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।

সম্পর্কিত খবর