ডিএসইতে লেনদেনের পাশাপাশি সূচকের পতন অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। এর আগের কার্যদিবসেও সূচকের পতন দেখা যায়। একইসঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ৫ হাজার ৭৬৩ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ২৬২ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দুই হাজার ৭ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৮২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৭ কোটি ৭০ লাখ টাকা কমেছে। এদিন ১৫ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ১৮৩টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৬৩০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত ছিল ৬৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২০ কোটি ২৭ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ১৬ কোটি ২ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৪ কোটি ৭১ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৪৪ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৩ কোটি ৯২ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৭৩ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৫৬ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১১ কোটি ১ লাখ এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৮২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮ দশমিক ৫৩ শতাংশ, এক্মি পেস্টিসাইডস লিমিটেডের ৬ দশমিক ০৪ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের ৫ দশমিক ৪১ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪ দশমিক ১৩ শতাংশ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩ দশমিক ৬৯ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের ৩ দশমিক ৬৭ শতাংশ, ইফাদ অটোস লিমিটেডের ৩ দশমিক ৪১ শতাংশ, পূবালী ব্যাংক লিমিটেডের ৩ দশমিক ২০ শতাংশ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩ দশমিক ০৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৯ হাজার ৮৯৭ দশমিক ৭৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে ১৬ হাজার ৪৫৯ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দর। সিএসইতে গতকাল মোট ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৯ কোটি ৮৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ১ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির মোট ২ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের এক কোটি ৬০ লাখ ৩০ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের এক কোটি ৫৯ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯৩ লাখ ৬০ হাজার, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৭৪ লাখ ৮০ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২ লাখ ৭০ হাজার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪০ লাখ ৪০ হাজার, উত্তরা ব্যাংক লিমিটেডের ২১ লাখ ৭০ হাজার, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৬ লাখ ৮০ হাজার এবং ফু-ওয়াং সিরামিক লিমিটেডের ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এন এস