জানুয়ারিতে ঢাকায় নির্বাচন

 

আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) ৫৩তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব এ তথ্য জানান।

কমিশন সচিব বলেন, ‘আজকের সভায় এই দুই সিটির নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ১৫ নভেম্বরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

বিদ্যমান ভোটার তালিকা দিয়েই দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হবে উল্লেখ করে তিনি জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিটিতে ভোট করার এখনো সময় না হওয়ায় মার্চের শেষ দিকে অথবা তার পরে নতুন ভোটার তালিকা দিয়ে এ সিটিতে ভোটগ্রহণ করা হবে।