৬০ শতাংশ নারী উদ্যোক্তার অংশগ্রহণে থাকছে ৩১১টি প্রতিষ্ঠান

আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে নবম জাতীয় এসএমই পণ্য মেলা। দেশীয় পণ্যের প্রচার এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে আট বছর ধরে আয়োজন হয়ে আসছে এ মেলা। ৬০ শতাংশ নারী উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত এ মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে চার বিজয়ী প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হবে ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২১’।

এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. মফিজুর রহমান।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলায় কোনো বিদেশী পণ্যের প্রচার বা বেচা-কেনা থাকবে না। মেলায় অংশ নেয়া ৩১১টি প্রতিষ্ঠানের জন্য থাকছে ৩২৫টি স্টল। দেশীয় উৎপাদনকারী, সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, নারী-উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও ক্লাস্টার উন্নয়নের ওপর থাকবে চারটি সেমিনার। ১২ ডিসেম্বর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এ মেলা। এতে দেশে উৎপাদিত লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, প্লাস্টিক, আইটি, পাটজাত, চামড়াজাত, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত, হারবাল/অর্গানিক, হ্যান্ডিক্রাফট, ফ্যাশন ডিজাইন, জুয়েলারিসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দেশীয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হবে।