নিজস্ব অর্থায়নে ১২ হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন যশোরের শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।
শনিবার সকালে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জুট মিলে ১২ হাজার পরিবারে মাঝে ১২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী হস্তন্তর করা হয়। এসময় উপজেলা, ইউনিয়ন চেয়ারম্যান ও বেনাপোল পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি শেখ আফিল উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার দায়িত্ব পালন করছি। শার্শার একটা মানুষও অনাহারে থাকবে না।
তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী সঠিকভাবে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে পৌছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দ।