চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত তিন ব্যাংকের বন্ড লেনদেন গতকাল থেকে শুরু হয়েছে। বন্ড তিনটি হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, শাহজালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড এবং ইসলামী ব্যাংকের আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ড।
এদিকে বন্ড তিনটির লেনদেন শুরু উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্সচেঞ্জটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক।
অনুষ্ঠানে মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের বন্ড মার্কেট বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে একটি সক্রিয় বন্ড মার্কেটের বিকাশ আর্থিক অবকাঠামো গভীর করার ক্ষেত্রে সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে। এটি দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সাহায্য করবে এবং স্থানীয় বিনিয়োগকারীদের তাদের সম্পদ বরাদ্দ প্রক্রিয়া আরো ভালোভাবে পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা দেবে।
স্বাগত বক্তব্যে সিএসইর ভারপ্রাপ্ত এমডি বলেন, বন্ডের কম সরবরাহ বন্ড বাজার বিকাশের জন্য অনুকূল নয়। একটি কার্যকরী বন্ড বাজার থাকলে সরকার মেগা অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য সহজেই তহবিল সংগ্রহ করতে পারত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিএফও ও ডিএমডি মোহাম্মদ নাদিম এফসিএ, শাহজালাল ইসলামী ব্যাংকের সিএফও সাদেক এফসিএ, ইসলামী ব্যাংকের ডিএমডি মো. জেকিউএম হাবিবুল্লাহ এফসিএস, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এমডি ও সিইও ড. মো. তবারক হোসেইন ভূঁইয়া এবং ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগীর প্রমুখ।