সাড়ে ৪ কোটি টাকার শেয়ার বিক্রি করবে জেনিথ লাইফ

 

পুঁজিবাজার থেকে সাড়ে ৪ কোটি টাকার শেয়ার বিক্রি করার অনুমতি পেয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

উদ্যোক্তা শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে  এই শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এর আগে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে উদ্যোক্তা শেয়ার বিক্রির অনুমোদন চেয়ে আইডিআরএ’র কাছে চিঠি দিয়েছিলো প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস. এম. নুরুজ্জামান।

আইডিআরএ’র প্রশাসনের পরিচালক (উপসচিব) মো. শাহ্ আলম ১১ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, শেয়ার বিক্রির আগে বিনিয়োগকারীদের তালিকা ও সকল তথ্য নিয়ন্ত্রণ সংস্থাকে জানাতে হবে। জেনিথ লাইফকে প্লেসমেন্টের মাধ্যমে বিক্রয়কৃত শেয়ার কোম্পানির পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ হিসেবে গণ্য করার সুযোগ দেয়া হয়েছে।