ফখরুল ক্ষমতাসীন সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা না দিয়ে সরকার আদালতকে অবমাননা করেছে। কিন্তু এ বিষয়ে ব্যবস্থা নেয়নি আপিল বিভাগ।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ম্যাডাম অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ। সরকার আদালত অবমাননা করেছে। ৫ তারিখের মধ্যে ম্যাডামের স্বাস্থ্যের অবস্থার ওপর প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো কিন্তু দেয়া হয়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি আদালত অবমাননা করেছেন।